Daily Frontier News
Daily Frontier News

কাজলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ আবু তাইফ কে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

মাসুম মির্জা নিজস্ব প্রতিনিধিঃ-

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক
মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষে সারাদেশের ন্যায়ে ঢাকা ডেমরা কাজলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
হয়েছে গত বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টা থেকে শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ।ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত।এতে কাজলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আবু তাইফ ৪৮ নং ব্যালটে ১৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। মোহাম্মদ আবু তাইফ বিজয়ী হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দন উল্লাস করে।

গত শনিবার ৪ জুন সকাল ১০ টায় উক্ত বিদ্যালয়ে অনারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কাজলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী সভাপতিত্বে সহকারী শিক্ষক আবদুল করিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৩ নং ওয়ার্ড কাউন্সিলার ও আওয়ামী লীগের সভাপতি
জনাব শফিকুল ইসলাম দিলু।
আরো উপস্থিত ছিলেন কাজলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থী ছাত্র ছাত্রী বৃন্দ।
মোহাম্মদ আবু তাইফ ব্রাক্ষনবাড়িয়া জেলা,
বাংলাদেশ আওয়ামী লীগের নবীনগর উপজেলার সাবেক সহ সভাপতি। এবং বিটঘর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান সাহেব নাতি।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোঃ আঃ সালাম এর ছেলে।

Daily Frontier News