Daily Frontier News
Daily Frontier News

,                      ঈদ পূর্ণমিলনী ২০২২ইং মিরাসানী পলিটেকনিক একাডেমী, এসএসসি ১৯৯১ইং ব্যাচ, আয়োজনে—-ড্রিম ১১ বহুমূখী সমবায় সমিতি লিঃ, ব্রাহ্মণবাড়িয়া ।

 

 

 

মোঃ শাহীন চৌধুরী বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

.                       জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়, প্রতিষ্ঠাতা আলহাজ্ব মৌলনা মোহাম্মদ রুকনুদ্দিন, এফ এম বি এ বি টি । প্রাক্তন সদস্য এম এল এ বঙ্গীয় আইন পরিষদ ও পার্লামেন্টারি সেক্রেটারি পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদ । ১লা জানুয়ারি ১৯৪৮ সালে স্থাপিত, মিরাসানী পলিটেকনিক একাডেমী, ১৯৯১ইং সালের, এসএসসি ব্যাচ ছাত্র-ছাত্রী, ২৭শে মে রোজ শুক্রবার, সকাল ১০ ঘটিকায় স্কুলের হলরুমে, প্রধান শিক্ষক মিরাসানী পলিটেকনিক একাডেমী জনাব মোঃ গোলাম মোস্তফা, সভাপতিত্বে । প্রধান অতিথি, সাবেক প্রধান শিক্ষক, জনাব মোঃ মহসিন আহমেদ । বিশেষ অতিথি সাবেক শিক্ষক, জনাব মোঃ গিয়াস উদ্দিন, জনাব শ্রী অমরেশ সূত্রধর ও জনাব মোঃ মনির হোসেন এর উপস্থিতিতে, ড্রিম ১১ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে । ১৯৯১সালের এসএসসি ব্যাচ, ঈদ পূর্ণমিলনী ২০২২ ইং সভা অনুষ্ঠিত হয় ।

.                       উক্ত সভায় ১৯৯১ইং সালের প্রাক্তন এসএসসি ব্যাচ ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন (১)আবদুর রহমান খোকন (২)মোঃ মুক্তার হোসেন (৩)মোঃ মহিবুল হক (৪)কামাল হোসেন (৫) সোহেল মাহমুদ (৬)মোঃশাহীন শাহ (৭)মোঃ আবুল কালাম আজাদ (৮)মোঃ মুছা মিয়া(৯)মোঃ ইলিয়াছ ভূঁইয়া (১০)সাইফুল ইসলাম (১১)মোঃ শাখাওয়াত হোসেন (১২)মোঃ এনামুল হক(১৩)রিয়াজুল করিম(১৪)পারভীন আক্তার (১৫)আবু হানিফ(১৬)জালাল উদ্দিন মানিক(১৭)মোঃ কামরুজ্জামান (১৮) মোঃ আবু নাঈম (১৯)মোছঃ বকুল বেগম(২০)নজরুল ইসলাম সরকার
(২১) মোঃ আবদুল জলিল লিটন (২২)মোঃআবদুল করিম(২৩)মোঃ ইকবাল হোসেন(২৪) রাকেশ কর(২৫)এম কামরুজ্জামান (২৬)কাওছার আহমেদ
(২৭) মোঃ সিরাজুল ইসলাম (২৮) মোঃসাচ্ছু ভূইয়া (২৯) মোছাঃ কাকলি আক্তার (৩০)সিরাজ মিয়া(৩১)মোঃ বাবুল চৌধুরী প্রমূখ ।

.                ড্রিম সমবায় সমিতির কার্যকরি কমিটির
সদস্য (১) পারভীন আক্তার (২)মোঃ মুক্তার হোসেন ভুইঁয়া (৩) মোঃ সাইফুল ইসলাম (৪)আবু হানিফ মোঃ বাবুল চৌধুরী প্রমূখ ।।

.                 উক্ত অনুষ্ঠানে মোঃ আব্দুর রহমান খোকন, কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু । প্রাক্তন ছাত্র-ছাত্রী প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ,মিরাসানী পলিটেকনিক একাডেমী শিক্ষাজীবনে শিক্ষক-শিক্ষিকার মধ্যে যাদেরকে হারিয়েছি, ছাত্র-ছাত্রীদের মধ্যে যাদেরকে হারিয়েছি,সবার জন্য এক মিনিট নীরবতা পালন । স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মান উন্নয়নে , সবার ভুল ভ্রান্তি ক্ষমা চাওয়া চাইয়িয়ে , সুখ-দুঃখ কুশল বিনিময়ে, ফুল দিয়ে বরণ করে নেওয়া, ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদানে। ছাত্র-জীবনে ব্যক্তি-জীবনে একে অপরের সাথে আন্তরিকভাবে দীর্ঘদিন পরে সুহৃদয় কৌশল মত বিনিময় , হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতিচারণ করেন । পরিশেষে জনাবা পারভীন আক্তার এর সঞ্চালনায়, সভাপতির শেষ বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

Daily Frontier News