ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “সৈয়দা হুছেনা আফজাল বালিকা উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি নেতা আব্দুল আজিজ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য সৈয়দ আলী আমজাদ এর সভাপতিত্বে গত ২৬ /০৬/২০২২ তারিখে বিদ্যালয়ের হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত সভার সদস্য সচিব অসুস্থতার কারণে প্রধান শিক্ষক লক্ষ্মী রানী দেব অনুপস্থিত ছিলেন বলে রেজুলেশন সূত্রে জানা যায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সভায় উপস্থিত স্বাক্ষর করেন সৈয়দ আলী আমজাদ সভাপতি ও দাতা সদস্য, ১/ মাজিদ মিয়া অভিভাবক সদস্য,২/ সায়েদুল হক অভিভাবক সদস্য, ৩/ সৈয়দ কামরুল আহছান অভিভাবক সদস্য,৪/মোঃ রেজুয়ান মিয়া অভিভাবক সদস্য,৫/সোহাগী বেগম সংরক্ষিত মহিলা, ৬/মোঃ আলতাফ হোসেন সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি,৭/মোহাম্মদ বিল্লাল হোসেন, ৮/খাদিজা বেগম সংরক্ষিত মহিলা।সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তিনি কো-অপ্ট সদস্য নির্বাচিত হয়েছেন বলে বিদ্যালয় সম্মানিত সভাপতির সূত্রে জানা গেছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics