Daily Frontier News
Daily Frontier News

মনোহরদী চন্দনবাড়ী মেম্বার ওসমানের অপকর্মের জন্য নিন্দার ঝড় উঠেছে এলাকা ঝুরে
বিচার চায় ভুক্তভোগীসহ এলাকাবাসী

ক্রাইম রিপোর্টারঃ

নরসিংদী মনোহরদী চন্দনবাড়ী ইউনিয়নে চন্দনপুর গ্রামের আজঃ ৩ জুন সকাল আনুমানিক ৬,৩০ মিঃ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদের কথিত সভাপতি ওসমান মেম্বার ২ বছরের এক নাবালক মেয়ে শিশু বাচ্ছাকে জুতা পায়ে মসজিদের বাড়ান্দায় ঢুকায় নাবালক শিশু বাচ্ছাকে থাপ্পড় মারে বাচ্চাটি ভয়ে কান্নাকাটি করতেছে এমত অবস্থায় তার বাবা দৌড়ে তার কাছে আসে, তখন মেম্বার চলে যেতে দেখলে তার বাবা ডাক দিলে সে উত্তেজিত হয়ে বলে কি হয়েছে বলে গালিগালাজ করে মসজিদের বারান্দায় গেল কেন জুতা পায়ে । উক্ত ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে ও থমথমে অবস্থা বিরাজ করছে। সুত্রে আরো জানা যায়, নাবালক শিশুর বাবা তাৎক্ষণিক মেম্বারকে জিজ্ঞাসা করলে এ কাজটি কেন করলেন তিনি বলেন মসজিদের ভিতরে ঢুকছে কেন সাথে সাথে তখন এলাকার আরো লোকজন জরো হয় তখন সবাই এই ঘটনা শুনে মেম্বারের প্রতি রাগ হয় এবং উত্তেজিত জনতার রোষানলে পরে মেম্বার পালিয়ে যায় বলে ভিকটিম পরিবারসহ এলাকাবাসী জানান। ওনার ব্যাপারে এলাকায় অর্থের বিনিময়ে গ্রাম্য শালিশ দরবার এবং দরবারে মানুষকে মারপিট করা সহ ও নি নিজেও বিভিন্ন দরবার শালিশে অপমান অপদস্ত হয়েছে বলে একাধীক তথ্য রয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান তার স্বামী স্ত্রী র একটি দরবারে উপস্হিত হয়ে স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়ে মেম্বার আঘাত করলে সেই আঘাত নাকি তাকেই আবার করা হয়েছে। এলাকার বিভিন্ন সূত্রে আরো জানা যায় তিনি বিভিন্ন অন্যায়-দুর্নীতি অত্যাচার এবং জামাত, বিএন পির কর্মকান্ডে সরাসরি জরিত রয়েছে এবং কিছুদিন পুর্বে মসজিদে জামায়েত ইসলামী নিযুক্ত জঙ্গী সংগঠনের কিছু লোক আসলে সমাজের সবাই এদের বের করে দেয়।এসব কর্মকাণ্ডের সাথে স্হানীয় এই মেম্বার জরিত রয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। এই ব্যাপারে প্রশাসনের নিকট ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Daily Frontier News