(প্রেস বিজ্ঞপ্তি)
৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে উত্তরায় জাসদের আলোচনা সভা ও র্যালি
২০২৩ সালের সংকটের সকল আশংকা মোকাবেলা করা সম্ভব সমাজতান্ত্রিক নীতিতে রাষ্ট্রপরিচালনা করে- ইনু
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আজ ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার বিকাল ৩টায় উত্তরা আযমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও আলোচনাসভা শেষে একটি সুসজ্জিত র্যালি উত্তরার সড়কসমূহ প্রদক্ষিন করে। এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং বিশেষ অতিথি হিসাবে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বক্তব্য রাখেন। ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবী, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন, সহ-সম্পাদক শাহীন আখতার পারভীন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনিসহ জাসদের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। আলোচনাসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর জাসদের নেতা মাসুদ পারভেজ সোহেল।
প্রধার অতিথির ভাষনে জনাব হাসানুল হক ইনু এমপি বলেন, বৈশ্বয়িক সংকট, ডলার সংকট, নিত্যপণ্যের বাজার সংকট, বিদ্যুৎ সংকট মোকাবেলা করা সম্ভব। বৈশ্বয়িক মহামারি করোনার সংকট মোকাবেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা জোরদার করতে হবে। দূর্নীতি, লুটপাট, অপচয়, ভোগ, বিলাস কঠোর হস্তে দমন করে সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করলেই ২০২৩ সালের সব সংকটের আশংকা মোকাবেলা এবং জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। জনাব ইনু বলেন, বিএনপি-জামাতের কাছে সংকট মোকাবেলার কোন প্রস্তাব নেই। বিএনপি-জামাত মানুষের দুঃখ কষ্টকে পুজি করে ক্ষমতা দখলের অমানবিক অপরাজনীতি করছে। জনাব ইনু জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics