Daily Frontier News
Daily Frontier News

হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক সংসদ সদস্য গফুরের বিরুদ্ধে আরো দুই মামলা

জামাল উদ্দিন স্বপন কুমিল্লা 

 

 

কুমিল্লার নাঙ্গলকোটে সমাবেশে বাধা ও বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার ও গত শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দুটি করেন।
গত শুক্রবার আর্দ্রা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সমাবেশে যোগদানে বাধা দেওয়ার অভিযোগে আবদুল গফুরসহ ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় অন্তত ২০০ জনকে আসামি করে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ভাঙচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ নেতা ও নাঙ্গলকোট পৌর কাউন্সিলর শাহ্ মোহাম্মদ খোরশেদ আলম গফুর ভূঁইয়াসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩৫০ জনকে আসামি করে মামলা করেন।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে সহিংসতা করায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ পর্যন্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এমপি আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়। পৃথক তিনটি মামলায়ই আবদুল গফুর ভূঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আবদুল গফুর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উপদেষ্টা।
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে গত বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরাও এতে জড়িয়ে পড়েন।

Daily Frontier News