Daily Frontier News
Daily Frontier News

শিবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন

 

 

মাসুদ রানা বাবুল ঃ

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দোয়া,আলোচনা সভা, র‌্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে শিবপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম কাউসার শেখ পরিচালনায় ও সদস্য সচিব শাকিল আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দেয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভুঁইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, প্রচার সম্পাদক ফজলে রাব্বী খান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া,শিবপুর পৌরসভা জাতীয় সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আখিল মৃধা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যে নেতৃবৃন্দরা বলেছেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সরকারে উন্নয়ন কার্যক্রমের প্রচার ও প্রসারে সকলকে একসঙ্গে কাজ করা আহ্বান জানান।

Daily Frontier News