Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সরাইল উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদকের কূটক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সরাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫মে) বুধবার সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল টি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সরকারি কলেজ এসে এক সমাবেশে পরিণত হয়।

মিছিলে শেষে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ সরাইল উপজেলা সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সব বাধা মোকাবিলা করতে আমারা প্রস্তুত আছি। ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি(১) কাজী আবিদ উল্লাহ (বাপ্পী), সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আজিজুল হক রানা, যুগ্ম আহ্বায়ক ওয়াসি সূর্য প্রমুখ।

Daily Frontier News