Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আহমেদ সুমন এর নেতৃত্বে ৫ জুন রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিন বলেন আমরা ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে বুড়িচং উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন করি এবং ছাত্র-ছাত্রী ও সাধারন জনগনের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করি।

উল্লেখ্য যে পরিবেশের ভারসাম্য রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবংসম্মিলিত কার্যকর বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ১৯৭২ সালের ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত জাতিসংঘের উদ্যোগে সর্বপ্রথম বৃহৎ আকারে সুইডেনের রাজধানী স্টকহোমে পরিবেশ সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অক্টোবরে ২৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ স্টকহোম সম্মেলনের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ পরিবেশ পরিকল্পনা কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।সম্মেলনের শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতেই জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রথম বিশ্ব পরিবেশ দিবসটি পালন করা হয় ১৯৭৩ সালে।

Daily Frontier News