Daily Frontier News
Daily Frontier News

বান্দরবান জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করলেন সাবেক সচিব কবির বিন আনোয়ার

 

তানজিনা আক্তার উর্মি
বান্দরবান

রোড টু স্মার্ট বাংলাদেশের আওতায় বান্দরবান জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ মে সোমবার দুপুরে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্যালয় উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামীলীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, নির্বাচন মনিটরিং সেলের সদস্য সুফি ফারুক ইবনে আবু বকর,সদস্য তানভির হাসান তালাশ, সদস্য ব্যারিস্টার নাভেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর,বান্দরবান জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশের সঞ্চালনায় আরো উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক বিপ্লবী ছাত্র নেতা মোঃ শামসুল ইসলাম’সহ আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ এর সভাকক্ষে ফিতা কেটে বান্দরবান স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

Daily Frontier News