Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন।

 

 

সাংবাদিকঃইয়াছিনুর রহমান নাইম

 

বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল সম্পন্ন আ.স.ম সালেহ সুহেল ও মইনুল ইসলাম শামীম পুনরায় সভাপতি, সম্পাদক নির্বাচিত হন।

মৌলভীবাজার পৌর মিলনায়তনে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল ৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া। বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সভাপতি আ স ম সালেহ সুহেলের সভাপতিত্বে ও কাউন্সিল প্রস্তুতি পরিষদের যুগ্ম আহবায়ক হাসান আহমদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পূর্বে প্রধান অতিথির বক্তব্যে জনাব শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অবিলম্বে সকল পক্ষকে নিয়ে কিভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনা শুরু করার জন্য সরকারের প্রতি আহবান জানান। কোন ভাবে ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি দেশের

জন্য মঙ্গল বয়ে আনবে না, তিনি সরকারকে সেপথে না হাঁটার আহবান জানান। এছাড়াও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তেল, সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার এবং দুর্নীতি, লুটপাট বন্ধ করার আহবান জানান। প্রধান অতিথি বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কাউন্সিলের পর জনগণের দাবী নিয়ে রাজপথে থাকার আহবানও জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ মনজু, স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক নওয়াব। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম শামীম, কাউন্সিল প্রস্তুতি পরিষদের আহবায়ক আব্দুল আজিজ রুপম, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও কাউন্সিল প্রস্তুতি পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল গফফার কায়ছুল, সদর উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি হারবি হেডেন প্রেনটিস অপু, সাধারণ সম্পাদক ও যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃজুনায়েদ সিদ্দিক, সুহেল সামাদ খান পলাশ, বাংলাদেশের শ্রমিক জোটের কেন্দ্রীয় সহ সম্পাদক জ্ঞান শংকর গৌড়, কৃষক জোটের নেতা আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব হোসেন প্রমুখ।

Daily Frontier News