Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলার কমিটি গঠন

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

১৯৪৬ সালে প্রতিষ্ঠা শির্ক ও বিদআত মুক্ত ঝান্ডাবাহী তাওহীদি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা কার্যালয় রামপুর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ১০১সদস্য কমিটি গঠন করা হয়েছে।

জেলা সভাপতি প্রিন্সিপাল সফিকুর রহমান সরকার এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম এর পরিচালনায় মাওলানা কামাল উদ্দিন এর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সভা র কার্যক্রম শুরু হয়। সভায় শুরুতে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত কুমিল্লা জেলা মহা মহাসম্মেলন ২০২২ জগতপুরে বাংলাদেশের জমঈয়তে আহলে হাদীস এর সেন্টাল সভাপতি জনাব শায়খ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শায়খ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্ খান মাদানী এর যৌথ স্বাক্ষরিত ও অনুমতিতে ক্রমে কুমিল্লা জেলা জমঈয়তের সভাপতি ও সেক্রেটারি নাম ঘোষণা দিয়ে পরবর্তী তে জেলার ১০১ সদস্যদের নাম কমপ্লিট করে সম্পূর্ণ করা অনুমতি দিয়ে যান।

এ-র ই ধারাবাহিকতা হিসেবে কমিটির ১০১ জেলা কমিটির সদস্য ও ৩৭ জন কার্যকরী কমিটি সম্পূর্ণ করা হয়। উক্ত সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাv জমঈয়তে প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক জগতপুর বাসীর অহংকার জনাব আবদুল জলিল । প্রধান অতিথি তাহার বক্তৃতায় বলেন, এই জমঈয়ত আল্লামা আবদুল্লাহিল আল কোরাইশি ( রাহঃ) গড়া সংগঠন। এই সংগঠন এ এক এক করে ডক্টর আল্লামা আবদুল বারী, প্রফেসর ইলিয়াস আলী, অধ্যাপক মোবারক আলী মত গুনীজনরা পদচারণায় মুখরিত আমাদের এই সমাজ, এই সমাজ কে ধরে রাখতে আমাদেরকে আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নবগঠিত জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলা কমিটির সভাপতি – প্রিন্সিপাল সফিকুর রহমান সরকার, সহ-সভাপতি ১/ ডঃ হেদায়াত উল্লাহ ( লাকসাম) ২, হাফেজ আবদুর রহমান ( কাকিয়ারচর) ৩, মাওলানা মিজানুর রহমান ( দাউদাউদ কান্দি) ৪, মাওলানা মাহবুবুর রহমান ( গৌরসার) অর্থ সম্পাদক মোঃ সফিউল্লাহ ( নাজির)- কাকিয়ারচর) সেক্রেটারি — মাওলানা অলিউর রহমান চৌধুরী ( জগতপুর) সহ সেক্রেটারি — যএাক্রমে ১, মাওলানা কামাল উদ্দিন ( বনকুট), তাজুল ইসলাম ( দেবিদ্বার), কাজী আবু হানিফ ( বাতাপুকুরিয়া) সাংগঠনিকসম্পাদক — মুহাম্মদ আবদুল কাইয়ুম ( আরাগ আনন্দ পুর) মোবাল্লেগ — যথাক্রমে – প্রিন্সিপাল আবদুল কুদ্দুস ( আবিদপুর), হাফেজ অহিদুর রহমান ( আরাগ আনন্দ পুর) , মাওলানা রহমতুল্লাহ ( তুলাগাঁও) প্রচার সম্পাদক — আবুল হোসেন ( কাকিয়ারচর) সমাজ কল্যান সম্পাদক — আবদুর রব মেম্বার ( জগতপুর) পাঠাগার সম্পাদক – মজিবুর রহমান ( পারুয়ারা) অ ফিস সম্পাদক — সুলতান আহমদ ( রাম পুর) শুব্বান বিষয়ক সম্পাদক – মাওলানা কামরুজ্জামান ( কুরইন) সদস্য যারা হলেন শামসুল হক ( কোরপাই) , আবুল হোসেন ( কালাকচুয়া), আবদুর রশিদ( তুলাগাঁও), মহসিন ভূইয়া ( রাধানগর), দেলোয়ার হোসেন ( রামপুর), ডক্টর শফিক ( তুলাগাঁও), ডক্টর জহির ( কাকিয়ারচর) , দুলাল হোসেন ( দহুলিয়া,কচুয়া) আবু ইউসুফ ( দাউদকান্দি), মোজাম্মেল ( দাউদকান্দি), জয়নাল মাস্টার ( দেবীদ্বার), শাহ আলম ( রামপুর), আলমগীর হোসেন ( কাকিয়ারচর), নজরুল ইসলাম ( বাতাপুকুরিয়া), আওলাদ বিন ইব্রাহিম ( দাউদাউকান্দি), জাকির হোসেন চেয়ারম্যান ( হাজীগঞ্জ), আবদুস সাত্তার ( হাজীগঞ্জ) । নব গঠিত ২০২৩ – ২০২৫ সেশনের সভাপতি জনাব প্রিন্সিপাল সফিকুর রহমান সরকার বলেন, আমরা সংগঠন এর কাজ যাতে ভাল ভাবে আন্জাম দিতে পারি সেই বিষয়ে আমাদের সাংগঠনিক তৎপরতা বাড়ানো দরকার তাই আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দহুলিয়া,পানাখাল, কচুয়া অনুষ্ঠিত্বইসলামী মহা সম্মেলনে আমরা সবাই দলে দলে যোগ দিয়ে সংগঠন কে মজবুতি করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। উক্ত সভায় জেলা সকল উপদেষ্টা ও ইলাকা কমিটি সমাপ্ত করা হয়।

Daily Frontier News