মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিছিল ও বঙ্গবন্ধু ম্যুড়ালে শ্রদ্ধা নিবেদন।আজ ৭ জুন মঙ্গলবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর ব্যাপারী।আলোচনা শেষে শহরে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর ম্যূড়ালে গিয়ে পুষ্পস্তাবক অর্পণ করে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics