Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

 

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে সুখন চত্বরে শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ইং এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান সুখন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ একে একরামুজ্জামান বলেন,”এই সম্মেলনের মাধ্যমে আগামীদিনে গণতন্ত্র পুন: উদ্ধারের আন্দোলন বেগবান হবে। নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যতিত কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন তরান্বিত হবে।” জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা, পায়রা অবমুক্ত করণ এবং দলের জন্য জীবন দেয়া কর্মীদের জন্য দোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। নাসিরনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল হক সিরাজ, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। অতিথিদের বক্তব্য ও প্রার্থীদের পরিচিতি পর্ব শেষে প্রথম অধিবেশনের সমাপনী ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মশু।
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার সৃষ্টি হয়েছে। ৯ জন প্রার্থীর প্রতিদ্বন্দীতায় ৬ বছর পরে অনুষ্ঠিত এই সম্মেলনের ভোট গ্রহণ শুরু হয় বেলা ১২ টায়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট তারেকুল ইসলাম রোমা সহ তিনজন কমিশনারের নেতৃত্বে পরিচালিত নির্বাচনে ৯২৩ জন ভোটারের মধ্যে ৮২৯ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটে সভাপতি পদে এম এ হান্নান (মটর সাইকেল) প্রতীকে ৫১০ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে মোঃ বশির উদ্দিন তুহিন (মোরগ) প্রতীকে ৩৮৮ ভোট পেয়ে এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলী আজম চৌধুরী (আপেল) প্রতীকে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।

Daily Frontier News