Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

 

 

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

নাসিরনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার ২৭ জুলাই সকাল ১১ঘটিকায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Daily Frontier News