Daily Frontier News
Daily Frontier News

নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ জন আহত অর্ধ শতাধিক

 

 

ফ্রন্টিয়ার.নিউজ ডেস্ক রির্পোটঃ- 

নারায়ণগঞ্জ শহরের ২নংরেল গেইট আওয়ামী লীগ অফিসের সামনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুব দল নেতা রাজ আহম্মেদ শাওন (২০) নামে ১জন নিহত হয়েছেন। শাওন ফতুল্লা এনায়েত নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাহেব আলী ছেলে তবে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।আহত হয়েছেন সাংবাদিক পুলিশ সহ প্রায় অর্ধ শতাধিক ।

বৃহস্পতিবার(১ই সেপ্টেম্বর) সকাল ১০-৩০মিনিটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা র‍্যালি বের করলে র‍্যালিটি পুলিশি বাধার মধ্যে পরে। এক প্রর্যায়ে পুলিশ ও ডিবির সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাক বিতান্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে। বেধে যায় সংঘর্ষ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে। প্রতিউত্তরে পুলিশ মুহুমুহু টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোড়ে। এসময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সকল মার্কেট-বিপনী বিতান। থমকে যায় যানবাহন চলাচল।

সংঘর্ষ চলাকালে পুলিশের গুলি ও টিয়ার সেলের ধোঁয়ায় আতঙ্ক হয়ে ইস্কুলের ৩ ক্ষুদে শিক্ষার্থী অসুস্থ পরে তাঁদের মধ্যে ২জনের পরীক্ষা চলাকালে ক্লাসের মধ্যে টিআরসেলের গ্যাস ঢুকলে অজ্ঞান হয়ে যায়। অন্যজনের সামনে বিস্ফোরণ হওয়ায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।তাঁদের কে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে চাইলে প্রথমে তাদের পুলিশ বাধা দিলে। তারা বাধা উপেক্ষা করে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে। পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

Daily Frontier News