নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফকে সভাপতি এবং কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের স্বাক্ষরে কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি পদে আবুল খায়ের আবু (হেড মাস্টার ) আবু তাহের ( সাবেক চেয়ারম্যান, মৌকরা ), অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার ( পৌরসভা )
মফিজুর রহমান হক (সাবেক চেয়ারম্যান ঢালুয়া) মজিবুর রহমান (সাবেক চেয়ারম্যান, রায়কোট) মোঃ শাহজাহান ভূঁইয়া ( দৌলখাঁড় ), হাজী আবুল কাশেম ( রায়কোট ) সলিমুল্লাহ মিয়াজী বাচ্চু ( জোড্ডা ) আবদুর রশিদ মজুমদার ( বাঙ্গড্ডা )
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান ভূঁইয়া বাছির চেয়ারম্যান ( ঢালুয়া )শহীদুল আলম পাটোয়ারি ( গন্ডাপুর, বক্সগঞ্জ), মজিবুর রহমান মিন্টু ( হরিপুর, পৌরসভা), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাইফুদ্দিন আলমগীর চেয়ারম্যান (মৌকরা )মজিবুল হক বাদল ( চৌগুরি, পৌরসভা), মোঃ হুমায়ুন কবির সাবেক চেয়ারম্যান( পেড়িয়া ), আইন বিষয়ক সম্পাদক এড. আবুল হাশেম ( ঢালুয়া ), কৃষি বিষয়ক সম্পাদক এ কে এম ফজলুল হক মজুমদার ( আতাকরা, পৌরসভা ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক মিন্টু ( লক্ষীপুর, বটতলী ), ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন খাঁন ( বালীয়াপুর,মক্রবপুর), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ( হরিপুর, পৌরসভা ), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খুরশিদ আলম ( বামপাড়া, রায়কোট দক্ষিন), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ খুরশিদ আলম মজুমদার ( শ্রীকামতা, পৌরসভা ), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান মজুমদার ( দৈয়ারা, পৌরসভা ), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নূরুল আফসার ( চেয়ারম্যান, জোড্ডা ), মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার ডলি ( ভোলাকোট, দৌলখাঁড় ), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ সফিকূর রহমান ( আলীয়ারা, মৌকরা ), যুব ঔ ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাকের হোসেন ( অশ্বদিয়া, পৌরসভা ), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদিন ( বাশুদাই, বটতলী), শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ( বেরী, বাঙ্গড্ডা ), সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হাজারী ( রায়কোট উঃ), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইকবাল বাহার মজুমদার ( চেয়ারম্যান হেসাখাল ইউপি ), সহ দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন ( ভোলাইন, আদ্রা দঃ), সহ প্রচার সম্পাদক মামুনুর রশিদ (উরকুটি, ঢালুয়া ), কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন বাবুল (চিওড়া, ঢালুয়া ),
সদস্যরা হলেন, মোঃ রফিকুল হোসেন( সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান দৌলখাঁড় ইউপি ), সামসুদ্দিন কালু ( চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা পরিষদ ), মোঃ শাহজাহান মজুমদার ( সাবেক চেয়ারম্যান নাঙ্গলকোট উপজেলা পরিষদ ), এড.মোস্তাফিজুর রহমান লিটন ( সাবেক সভাপতি নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ), নঈম নিজাম ( সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন), অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া ( বেতাগাঁ, পৌরসভা ), আবদুল করিম মজুমদার ( নারায়ণকোট, জোড্ডা পঃ), আবদুল হামিদ ( চেয়ারম্যান, পেড়িয়া ইউপি), শাহজাহান বাবলু ( জোড় পুকুরিয়া, পেড়িয়া), মিজানুর রহমান ( চান্দলা, ঢালুয়া ), এনকেএম সিরাজুল ইসলাম ( কাশিপুর, বটতলী), আবুল হোসেন ভূঁইয়া ( আজিয়ারা, বক্সগঞ্জ), কাজী মোঃ এয়াছিন ( সাতবাড়ীয়া), মিজানুর রহমান খোকন ( সাতবাড়ীয়া), আবুল কাশেম ( বাম, দৌলখাঁড় ),আবুল কালাম ( সাবেক চেয়ারম্যান দৌলখাঁড় ইউপি ), খন্দকার আলী আক্কাছ ( কিনারা, ঢালুয়া ), আনোয়ার হোসেন মিয়াজী ( সাবেক চেয়ারম্যান জোড্ডা ইউপি পূর্ব ), আবদুল ওহাব ( সাবেক চেয়ারম্যান আদ্রা দঃ ইউপি), তাজুল ইসলাম মজুমদার (চেয়ারম্যান আদ্রা উঃ ইউপি ), শাহজাহান মজুমদার ( সাবেক চেয়ারম্যান বাঙ্গড্ডা ইউপি ), রফিকুল ইসলাম মজুমদার (চেয়ারম্যান রায়কোট উঃ ইউপি), গোলাম মুর্তুজা চৌধুরী মুকুল (চেয়ারম্যান মক্রবপুর ইউপি), প্রফেসর গোলাম রসুল কাজল ( গোমকোট, মৌকরা ), আবু সোহেল ভূঁইয়া ( মুরগাঁ, বটতলী), ফখরুল কবির জহির (চিওড়া, ঢালুয়া ), আবদুর রশিদ ( চেয়ারম্যান বক্সগঞ্জ ইউপি), নাসির উদ্দিন রতন ( আদ্রা উঃ ), জাহাঙ্গীর আলম ( সারফাতলী, ঢালুয়া ), রেজাউল হক রেজু ( গোত্রশাল, পৌরসভা ), ছায়েদুল হক ( কোদালীয়া, পৌরসভা ), প্রফেসর জসিমউদ্দিন ( কান্দাল, দৌলখাঁড় ), এয়াকুব আলী রায়হান ( পাটোয়ার, হেসাখাল ), মাসুদ রানা ভূঁইয়া ( গোহারুয়া, জোড্ডা পঃ), জীবন বাবু গোস্বামী ( বেলঘর, আদ্রা উঃ )।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics