Daily Frontier News
Daily Frontier News

নাঙ্গলকোটে যুদ্ধ অপরাধীর সন্তানকে আওয়ামিলীগের সভাপতি প্রতিবাদে পরিচিতি সভায় অংশগ্রহণ করেনি আওয়ামী লীগের নেতাকর্মী

 

নিজস্ব প্রতিবেদক –

কুমিল্লার নাঙ্গলকোটে নবগঠিত আওয়ামী লীগের কমিটির সভাপতি করা হয়, যুদ্ধ অপরাধী,রাজাকার, মরহুম আলী আকবর হাজীর সন্তান ও জাতীয় পার্টি থেকে যোগদানকৃত সামছু উদ্দিন কালুকে।
তাই শনিবার সকাল ১০ টার সময় পরিচিতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মিলনায়তনে।

আওয়ামী লীগের পরিচিতি সভায় সভাপতিত্বে করেন, যুদ্ধ অপরাধী,রাজাকার আলী আকবর হাজীর সন্তান উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
অনুষ্ঠান উপস্থাপনা করেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া ।

পরিচিতি সভা চলে দুপুর পর্যন্ত। কিন্ত এই প্রথম সভায় অংশগ্রহণ করেনি ক্ষমতাসীল দলের অনেক নেতাকর্মী। তারা নবগঠিত কমিটিকে আওয়ামী লীগের অযোগ্য কমিটি হিসেবে ঘোষণা করেন।
এতে করে আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়- নবগঠিত কমিটির অনুমোদন দেয়ায় নেতাকর্মী তা মানতে পারছেন না। তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করেন।
সভায় অংশগ্রহণ করেনি, তাদের মধ্যে রয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ,সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ জাহান মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক মজিব, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার, নবগঠিত কমিটির সহসভাপতি অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া,আবু বক্কর সিদ্দিক আবু, আবুল খায়ের আবু, ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির,সাবেক মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের ,
যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উদ্দিন আলমগীর,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল হাসেম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল হক বাদল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

একাধিক নেতাকর্মীর সাথে যোগাযোগ করলে তারা বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ, হ, , মুস্তফা কামাল লোটাস কামাল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রতারণা করেছেন। তিনি কথা দিয়ে তা কথা রাখেন নাই, বলেছেন সকলের সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করবেন।
হয়েছে উল্টো লোটাস কামাল
টাকার কাছে বিক্রি হয়ে গেছে। টাকার বিনিময়ে জাতীয় পার্টি থেকে যোগদানকৃত ও মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকারের সন্তান সামছু উদ্দিন কালুকে আওয়ামী লীগের সভাপতি করেছেন।
এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কমিটি না। এটি লোটাস কামালের একান্ত কমিটি।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় , আরিফুর রহমান উচ্চ বিদ্যালয়(এ আর উচ্চ বিদ্যালয়) মাঠে।
ওই সভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল লোটাস কামাল ভার্চুয়াল বক্তব্য রাখেন। ওই সময় তিনি বলেন, নাঙ্গলকোটে এসে সবাইকে নিয়ে আলোচনা সাপেক্ষে একটি কমিটি গঠন করবেন। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি নেতাকর্মীদের বলেন , কামাল ভাই এলাকায় এসে আপনাদের সাথে আলোচনা করে একটি কমিটি গঠন করবেন।

সুত্রে জানা যায়- চলতি মাসের গত ১২ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল এবং সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি সাক্ষরিত কমিটিতে সভাপতি করা হয়,সামছু উদ্দিন কালুকে।

Daily Frontier News