Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা পৌর মিলনায়তনে বাহিরে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভ

 

 

 

সটাফ রিপোর্টারঃ-

 

 

আজ ৩০শে জুলাই নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় নরসিংদী পৌরসভার মিলনায়তনে। উক্ত সভায় নরসিংদী সদর ১ এর সংসদ সদস্য, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, লেঃ কর্নেল নজরুল ইসলাম হীরু বীর প্রতীক কে না জানিয়ে বর্ধিত সভা করায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ করেন।
সকাল থেকেই নরসিংদী আওয়ামী লীগ,শহর আওয়ামী লীগ, সদর থানা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ,সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মিরা নরসিংদী পৌর সভার সামনে বেনার ফেস্টূন প্লে কার্ড সহ উপস্থিত হয় । রাস্তাঘাট ব্লক করে দেয় এবং বিভিন্ন স্লোগান দেয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম , নরসিংদী জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ রিপন সরকার,শহর আওয়ামী লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক দীপক সাহা,শহর যুবলীগের সভাপতি বিপ্লব সরকার সহ আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমে আসে ।

Daily Frontier News