ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
আসন্ন নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৭ই সেপ্টেম্বর সকাল ১০ টায় নরসিংদী স্টেডিয়ামে । ব্যাপক জল্পনা কল্পনা চলছে কে হবেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি । সভাপতি প্রার্থীরা তাদের আত্মীয়স্বজন কর্মী সমর্থকদের দিয়ে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রংবেরঙের পোস্ট দিচ্ছেন এবং নিজের বীরত্ব জাহির করছেন । সভাপতি প্রার্থী (১) হেভি ওয়েট দেশ সেরা শিল্পপতি পলাশ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন_ কিন্তু তিনি স্বতন্ত্র এমপি হয়েছিলেন (মার্কা দোয়া করলাম) (২) বর্তমান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব (নাঙ্গল মার্কার নির্বাচন করেছেন এবং জাতীয় পার্টির সক্রিয় কর্মী ছিলেন) (৩) শিবপুর থেকে নির্বাচিত এমপি জহিরুল হক ভূইয়া মোহন তার বাবার বিরুদ্ধে রাজাকারীর অভিযোগ এবং তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন ছবি কথা বলে ।(৪) সভাপতি প্রার্থী নরসিংদী সদর থেকে নির্বাচিত এমপি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরো জামাত বিএনপির সাথে আতাৎ জামাতের বিতর্ক সুরা সদস্য কামাল উদ্দিন জাফরী হাত থেকে বাংলাদেশের মানচিত্র উপহার নিচ্ছেন ছবি কথা বলে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics