নরসিংদী প্রতিনিধিঃ-
নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৯ সেপ্টম্বর শুক্রবার আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
দুপুরে নরসিংদী চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এর আগে বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের নরসিংদী জেলা শাখার নেত্রী স্বপ্না আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম গোলাম কবির কামাল, ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, মহিলা দলের নেত্রী ফাতেমা ইয়াসমিন, আরীফিনা আসাদ, তানিয়া সরকার ডাঃ মাহমুদা আক্তার সহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics