সুমন চিশতী।।
নবগঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কমিটির বড় চমক উপ-দপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল। যিনি বর্তমান মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এবং নবগঠিত কমিটির সবচেয়ে কনিষ্ঠ পদ প্রাপ্ত নেতা তিনি।গত ১৬ই মে রোজ মঙ্গলবার কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার নব-গঠিত কমিটির সকলের কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ কালে উপস্থিত থাকা টাঙ্গাইল ৫ আসনে এমপি মো: ছানোয়ার হোসন কে জানান ” আমি তাকে(হিমেল) ছাত্রলীগের সভাপতি বানাতে চেয়েছিলাম। কিন্তু কেন্দ্রের গাফিলতির জন্য পারি নাই।তাই তাকে আমার কমিটিতে নিয়ে আসছি। সে আমার কমিটির সর্ব কনিষ্ঠ জন। ”
নাইমুল হক হিমেল নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মরহুম আশরাফুল ইসলাম একজন বীর প্রতিক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। ছাত্র রাজনীতির তৃণমূল থেকে বেড়ে উঠা হিমেল ২০১৫ সালে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। পরে বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের একক ইচ্ছায় ছাত্রলীগের দায়িত্ব পালনের পাশাপাশি সরাসরি তাকে মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics