Daily Frontier News
Daily Frontier News

দ্বাদশ সংসদ নির্বাচন: ঢাকা-১১ আসনে নৌকা-লাঙ্গল-নোঙ্গর প্রার্থীদের কঠিন জমজমাট ভোটযুদ্ধের আভাস

 

মুহাম্মদ রকিবুল হাসান: বিশেষ প্রতিনিধি

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ঘনিয়ে আসছে ৭ জানুয়ারি। নির্বাচনি প্রচারের ডামাডোল ছড়িয়েছে সারাদেশেই। বিশেষ করে সবার নজরে রয়েছে রাজধানী ঢাকার ২০টি আসন। স্থানীয় রাজনীতির নানা সমীকরণ বিবেচনায় নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি নিয়েই বেশ ‘নির্ভার’ ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের অনুসারীরা। এই আসনগুলোতে নৌকা প্রতীকের প্রার্থীদের জয় সময়ের ব্যাপার বলেই মনে করছেন তারা সবাই।

বাকি সাতটি আসনে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে নৌকার প্রার্থীদের। একটি আসন আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে (জাপা)। সেই আসনেও জাপা প্রার্থীর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা। এই সাতটি আসনে জমজমাট ভোটযুদ্ধের আভাসই মিলেছে।

ঢাকা বিভাগের আসনগুলোয় সব দলেরই প্রার্থীর ছড়াছড়ি।

ঢাকা-১১ জাতীয় সংসদের ১৮৪নং আসন। রাজধানীর বাড্ডা থানা, ভাটারা, বেরাইদ, ভাটারা ও সাঁতারকুল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১, ২২ ও ২৩নং ওয়ার্ড নিয়ে গঠিত এ আসন। ঢাকা ১১ আসনে মোট ভোটার: ৪,২৬,৫৫৫ । পুরুষ ভোটার: ২,১৭,২২১, নারী ভোটার: ২,০৯,৩৩১।

ঢাকা-১১ আসনে বাদ পড়েছেন এ কে এম রহমতুল্লাহ, নৌকার প্রার্থী হয়েছেন ওয়াকিল উদ্দিন। শামীম আহমেদ, দল: জাতীয় পার্টি (লাঙল) । হোসেন আহমেদ আশিক, দল: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রতীক: নোঙ্গর।

এই নির্বাচনী এলাকায় ওয়াকিল উদ্দিনের নৌকার পাশাপাশি দেখা গেল হোসেন আহমেদ আশিকের পোস্টার নোঙ্গর

ভোটের মাঠে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর পোস্টার দেখা না গেলেও পাড়া-মহল্লা, অলিগলিতে নৌকার পাশাপাশি দেখা গেছে হোসেন আহমেদ আশিকের নোঙ্গর পোস্টার।

নির্বাচনে নৌকা প্রার্থীদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমাদের দলীয় প্রার্থীদের পাশাপাশি অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা সবাই আমাদের দলেরই নেতাকর্মী। তাদেরও প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতে হবে। কোনো ধরনের পক্ষপাত বা বৈরী মনোভাব প্রদর্শন সমর্থনযোগ্য নয়। যারাই নির্বাচনবিরোধী সহিংসতা বা অপতৎপরতায় লিপ্ত হবে, তারা যারাই হোক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা আগেই বলেছি, তাদের যুক্তিযুক্ত সব ব্যবস্থাই আমরা সমর্থন করব।

Daily Frontier News