স্টাফ রিপোর্টারঃ-
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ চলাকালে ১৯ নং ওয়ার্ডের কিছু ভোটার অভিযোগ করেছেন, নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে তাতে শুধুমাত্র “নৌকা” প্রতীক দেখানো হচ্ছে। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র পরিদর্শন করতে গেলেও তাকে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নাজমুল আমিন তাকে পরিদর্শনে বাধা দেন এবং তাকে বুথে প্রবেশ করতে দেননি।
এ বিষয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর ফারুক বলেন, “আমি ভোটারদের দাবির সত্যতা যাচাই করতে এখানে এসেছি। আমি ভোটকেন্দ্রে ঢুকে ইভিএম দেখতে চাইলে প্রিসাইডিং অফিসার আমাকে বাধা দেন। আমাকে অবিলম্বে চলে যেতে বলা হয়।”
এবারের কুসিক নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, ১০৮ জন কাউন্সিলর প্রার্থী, ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী লড়াই করছেন। এবার ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২। তৃতীয় লিঙ্গের ভোটার দু’জন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে। এখানে এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রার্থী ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics