Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুরে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি–কটুক্তি এবং দেশব্যাপী বিএনপির নৈরাজ্য-ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জুন) বিকেল ৪ টায় শ্রীপুর উত্তর ইউনিয়নের মাইজহাঁটি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক সভায় মিলিত হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা করিম, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, হাবিবুর রহমান হবি, আনিছ ভূইয়া, আব্দুল বাক্কার, সেলিম মিয়া, হক মিয়া, সুনামগঞ্জ সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমেদ বিপ্লব (বাবু), তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, শ্রমিকলীগ নেতা আলী মিয়া, আব্দুর রহমান, সুনাই মিয়া, ছাত্রলীগ নেতা নবী হোসেন, আজিজুল, নাহিদুল, ইসান আহমদ, রিদয়, মোফাজ্জল, তোফাজ্জল, সাজুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Daily Frontier News