Daily Frontier News
Daily Frontier News

ডোমারে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে উদযাপন

 

 

নীলফামারী(ডোমার) প্রতিনিধি:-

নিলফামারীর ডোমারে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
২৩জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের বাটার মোড়স্থ উপজেলা আ’লীগের কার্যালয় থেকে হাজার, হাজার নেতাকর্মির উপস্থিতিতে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাটার মোড়ে জনসভায় মিলিত হয়।
উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি শরিফুল প্রামানিক, সহ সভাপতি ও সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডঃ মনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সভাপতি হাফিজুল হক রবি, জেলা আ’লীগ সদস্য ও সোনারায় ইউনিয়ন সভাপতি সহিদ আহমেদ শান্তু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য প্রভাষক সাখাওয়াত উল্লাহ সাকু, জোড়াবাড়ী সাঃ সাঃ এহতেশামুল হক, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মালেক সরকার, উপজেলা তাতী লীগ সভাপতি শাজাহান সরকার বুলু, কৃষক লীগ সাঃ সম্পাদক সাদেকুর রহমান মোনা, যুবমহিলা লীগ সভাপতি আসমা সিদ্দিকা বেবী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মুনছুর আলী, আবুল হাচান, বীর মুক্তিযোদ্ধা এম এ কবীর দুলু, যুগ্ন সম্পাদক ও বোড়াগাড়ী ইউনিয়ন সাঃ সম্পাদক মনজুর আহমেদ ডন, সোনারায় সাঃ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী, ভোগদাবুড়ী ইউনিয়ন সাঃ সম্পাদক হাফিজুর রহমান বকুল, কেতকীবাড়ী সাঃ সঃ রবিউল ইসলাম স্বাধীন, সদর ইউনিয়ন সভাপতি ময়নুল হক, সাঃ সম্পাঃ রশিদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধাঃ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ সভাপতি এমদাদুল হক মাসুম, তাতীলীগ সাঃ সঃ বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক, পৌর ছাত্রলীগ নেতা রিশাদ, পিয়াল, অর্থ, জয় সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মিগন।

Daily Frontier News