Daily Frontier News
Daily Frontier News

জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা হরষপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.               গণবিরোধী কর্তৃত্ববাদী স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলায় পুলিশ কর্তৃক গুলি করে জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছা সেবক দল নেতা হত্যার প্রতিবাদে ৫নং হরষপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া উদ্যোগে, হরষপুর বাজারে, রোজ শনিবার ২৭শে আগস্ট, ২০২২ইং বিকাল ৫ ঘটিকা সময়, জনাব আব্দুল মান্নান বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি ৫ নং হরষপুর ইউনিয়ন বিএনপি এর সভাপতিত্বে । মোঃ বাবুল, সাধারণ সম্পাদক, ৫ নং হরষপুর ইউনিয়ন বিএনপি এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

.               উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মোঃ গোলাম সারোয়ার ভূঁইয়া (খোকন), বিএনপি জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়া, আহ্বায়ক সদস্য । মোঃ মমিনুল হক, প্রধান বক্তা, বিএনপি জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়া, আহ্বায়ক সদস্য। মোঃ শরীফ উল্লাহ মৃধা,বিএনপি জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়া, আহ্বায়ক সদস্য । মোঃ হুমায়ুন কবির শাহ,গণতন্ত্র পুনরুদ্ধার কেন্দ্রীয় কমিটি, ভাইস প্রেসিডেন্ট । বিশেষ অতিথি, জমির হোসেন দস্তগীর, বিএনপি বিজয়নগর উপজেলা কমিটি, আহবায়ক । বিশেষ অতিথি, অ্যাডভোকেট মোঃ ইমাম হোসেন, বিএনপি বিজয়নগর উপজেলা কমিটি, আহ্বায়ক সদস্য সচিব সহ আরো অনেকে ।

.                 বিজয়নগর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্যবৃন্দঃ- মোঃ মহাসিন ভূঁইয়া, মাহবুবুর রহমান (মিয়াবালী),শাহ আলম, রাষ্ট্রু সরকার, মোঃ রফিক, জলিল সরকার, মোঃ আক্তার, মোঃ হামদু ভুইয়া, মোঃ ইদ্রিস মিয়া,আসাদ মুন্সী সহ আরো অনেকে । শ্রমিক দল, মহিলা দল সদস্যবৃন্দ ।

.                  বিজয়নগর উপজেলা বিএনপি যুব দল, ছাত্র দল , স্বেচ্ছাসেবক দল, হরষপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ সহ বহু নেতাকর্মী বৃন্দ উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

.               প্রধান অতিথির বক্তৃতায় এডঃ মোঃ গোলাম সারোয়ার ভূঁইয়া (খোকন) বলেন, কেন্দ্রের নির্দেশে আদিষ্ট হয়ে আজকের সভায় অংশগ্রহণ করছি । তেল, অকটেন, ডিজেল-পেট্রোল রাতের বেলা হঠাৎ করে প্রতি লিটার প্রায় ৪৫~৫০ টাকা করে বেড়ে গেছে। বিদ্যুতের দাম বাড়াইসে । কিন্তু বিদ্যুৎ দিনে কয়েক বার আমাদের বাড়িতে বেড়াতে আসে। পাশাপাশি খুন-গুম, তারেক রহমানকে ফরমায়েসী মামলায় প্রবাসে, নেত্রী খালেদা জিয়া মুক্তির জন্য, নিত্যপণ্য জিনিসের দাম বাড়ার প্রতিবাদে, পাশাপাশি বিক্ষোভে ছাত্রদলের সভাপতি, ভোলা জেলা নূরে আলম কে গুলি করে হত্যা করেছে। স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে গুলি করে হত্যা করে । সারাদেশে আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার, নির্যাতনের শিকার,আমি সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, আমাদের অত্র এলাকার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সহ আমাদের নেতৃবৃন্দ যাহারা আমার সাথে আছে জমির হোসেন, ইমাম হোসেন, যাহারা আছেন আমাদের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা,আমি সহ আমরা সকলেই কারাবরণ করিয়াছি মামলা হাজিরা দিচ্ছি।

.             বিশেষ অতিথির বক্তৃতায় মোঃ জমির হোসেন দস্তগীর বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিজয়নগর উপজেলা ওয়ার্ডে ওয়ার্ডে , ইউনিয়নে ইউনিয়নে সভা করছি বাকি ইউনিয়নের সভা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদ করতে গিয়ে আমাদের দুই ভাই কে হারিয়েছি । আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তবু এই ফ্যাসিস্ট সরকার কে হটিয়ে আমরা আন্দোলন থামবো। এই দেশে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হয় সে জন্য আমাদের আন্দোলন চলছে চলবে । আমাদের নেতার নির্দেশ ইভিএম ভোট হবে না,তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোন নির্বাচন হবে না । …….

Daily Frontier News