মোঃ শহিদুল ইসলাম /বিশেষ প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে (২৮ শে জুলাই বৃহস্পতিবার) উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-০৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এসময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন,অগ্রযাত্রা,সাফল্য, অর্জনএবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন সরকারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশের এই সংকট মোকাবিলায় আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আমাদেরকে সকলকে আরো বেশি সচেতন হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক পরিশ্রম করেন। প্রিয় নেত্রীর দূরদর্শী চিন্তা চেতনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে আছে।দেশ এবং জনগণের স্বার্থে নেত্রী কখনো অপশক্তির কাছে মাথা নত করেনি,তার প্রমান পদ্মাসেতু আজ দৃশ্যমান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি শ্রদ্ধেয় অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবুল, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রদ্ধেয় শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, সহসভাপতি মোঃ নাজিবুর রহমান নাজু, সহসভাপতি আবু সাঈদ সরদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এমএম সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা শীলা রাণী মন্ডল, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা ছাত্রলীগে সভাপতি খান আবুল বাশারসহ জেলা,উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক এমএম হুমায়ুন কবির।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics