এস.এম দুর্জয়:-
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে জাতীয় পার্টির ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।শনিবার( ১৭ জুন)বিকেলে ভবানীপুর বাজারে জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নতুন কমিটিতে মো.বিল্লাল হোসেন কে সভাপতি এবং আলমগীর কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির নবাগত কমিটির সভাপতি মো.বিল্লাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও শ্রীপুর পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো.কামরুজ্জামান মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য,গাজীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ও এস এম কিবরিয়া,গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিলাল উদ্দিন জিলাল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া, জাতীয় মহিলা পার্টির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদিকা ডলি আক্তার, মির্জাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক কবির হোসেন, গাজীপুর সদর উপজেলার জাতীয় যুবসংহতি সভাপতি আজিজুল হক আকন্দ প্রমুখ।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির নবাগত কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আলমগীর।এর আগে ভবানীপুর বাজারে ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন করেন।পরে আলোচনা ও মতবিনিময় সভায় গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics