জামাল উদ্দিন স্বপন কুমিল্লা প্রতিনিধি:
আগমী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার ১৫ নং ওয়ার্ড নাঙ্গলকোট উপজেলায় চার জন প্রার্থী প্রতিক নিয়ে ভোটারদের ধারে ধারে ঘুরছেন। ভোটারাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রাহ প্রকাশ করছেন। এরিমধ্যে ঢোল প্রতিকের প্রার্থী আবু বক্কর ছিদ্দিক আবুর বিরুদ্ধে ভোট নিয়ে নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী আ’লীগ। কোনো না কোনো ভাবেই দলের জন্য অবদান রয়েছে সবার। তাই নাঙ্গলকোট উপজেলা ২ শত ২৪ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে জয় লাভ করার জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ ভোট দেয়ার মত প্রকাশ করছেন। এরিমধ্যে ঢোল প্রতিকের প্রার্থী আবু বক্কর ছিদ্দিক আবু উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালুকে আহবায়ক করে ২০ সদস্যের একটি কমিটি গঠন করেন। যা ভোট কারচুপির নীল নকশা তৈরি করেন এ কমিটির মাধ্যমে। ইভিএম পদ্ধতিতে ভোট হওয়াই পৌর মেয়র আব্দুল মালেকের নেতৃত্বে তার স্বন্ত্রাসী বাহিনী নিয়ে ভুতের সামনে বসে থাকবে। আর ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসলে ইভিএম মেশিনটি আব্দুল মালেক দেখিয়ে সামনা সামনি ঢোল প্রতিকে ভোট দিতে হবে। না হয় ওই ভোটার কে কেন্দ্র থেকে বাহির করে দিবেন আব্দুল মালেকের পেটোয়া বাহিনী। প্রয়োজনে তাকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে ভর্তি করবেন তারা। এমনি পরিকল্পনা করেন ওই নির্বাচনীয় কমিটি।
এ বিষয়ে কয়েক জন প্রার্থী বলেন, আমরা সবাই আওয়ামী লীগ করি। দলের বাহিরেতো না। দলের জন্য আমাদের শ্রম গাম রয়েছে। তার যে নীল নকশা তৈরি করেছেন এটি অত্যান্ত দুঃখজনক। কারণ আমরা চাই নাঙ্গলকোট উপজেলা আগামীতে যে ভাবে নির্বাচন হয়েছে। সুস্থ সুন্দর পরিবেশ এ ১৭ অক্টোবরের নির্বাচনও সে ভাবে হওয়া চাই। এটাই নির্বাচন কমিশনারের কাছে দাবি তাদের।
এ বিষয় অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিক আবুর মুঠো ফোনে বার বার কল দিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics