Daily Frontier News
Daily Frontier News

কালু চেয়ারম্যানও মনোনয়ন চাইবেন 

ভ্রাম্যমান প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ নির্বাচনী আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন চাইবন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু। এমন আভাস পাওয়া যাচ্ছে তার ঘনিষ্ঠদের থেকে। ইতিমধ্যে তার শুভাকাঙ্খিরা ফেসবুকে প্রচার প্রচারণাও শুরু করে দিয়েছে ।
উল্লেখ্য,উক্ত আসনে বর্তমান এমপি সরকারের অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল । তিনি দীর্ঘদিন অসুস্থ। গত পাঁচ বছর এলাকায় আসেননি । ঠিকভাবে মন্ত্রণালয়ে গিয়ে অফিস করেনি । ফলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন তিনি পাবেন না এটা প্রচার করেই কালু চেয়ারম্যানের লোকজন তার পক্ষে প্রচারণা শুরু করে দিয়েছেন ।
অপরদিকে কালু চেয়ারম্যানের বিষয়ে নেতিবাচক আলোচনাও রয়েছে । তিনি জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে যোগদান করে ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র ও দুইবার উপজেলা চেয়ারম্যান পদ ভাগিয়ে নিয়েছেন। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্যে করে কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । টিআর, কাবিখা,কাবিটা,ত্রাণ কার্যালয়ের টেন্ডার , এলজিইডির টেন্ডার, মৎস কার্যালয়ের টেন্ডার ও প্রাণী সম্পদ কার্যালয়ের সহ সকল কাজ তিনিই নিয়েছেন। আওয়ামীলীগ ক্ষমতার ১৫ বছরে শত কোটি টাকার মালিক এ সামসুদ্দিন কালু । প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে আলীশান বাড়ি তৈরি করেছেন। যাহা খুলনার খুনি এরশাদ শিকদারের স্বর্ণ কমলকেও হার মানায় ।
১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে উপজেলা ঘেরাও কর্মসূচিতে কালু চেয়ারম্যান নেতৃত্বে তারই নির্দেশে আন্দোলনকারীদের উপর এলোপাতাড়ী গুলি বর্ষণ হলে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা হামিদ শহীদ হন । পরবর্তীতে আওয়ামীলীগ সভানেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ হামিদের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই থেকে হামিদ হত্যা দিবসটি নাঙ্গলকোট দিবস হয়ে পালিত হয়ে আসছিল। কিন্ত কালু চেয়ারম্যান আওয়ামীলীগে আসার পর দিবসটি হিমাগারে চলে যায় !
এছাড়া আরো উল্লেখ্য, কালু’র পিতা হাজী আকবর আলী একজন যুদ্ধাপরাধী ছিলেন। তিনি বহু বাড়ীঘরে আগুন দেয়া সহ মুক্তিযোদ্ধা ডাক্তার কলিমুল্লাহকে হত্যা করার অভিযোগ।
স্বাধীনতার পর কোলাবরেট্স আইনে হাজী আলী আকবরের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা হয় এবং গ্রেফতারও হন । বিষয়টি প্রকাশিত হলে কালু’র প্রতিও এ প্রজন্মের ঘৃণা দেখা দেয় ।
এ রকম একজন দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীর সন্তানকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার ও মনোনয়ন চাওয়ার সুযোগ আওয়ামীলীগের জন্য অনেকটা আত্মঘাতীই মনে করছেন আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা ।

Daily Frontier News