Daily Frontier News
Daily Frontier News

কাজীর দেউড়িতে অনুমতি মেলেনি, নুর আহমেদ সড়কে বিএনপির সমাবেশ

 

আমান উল্লাহ দৌলত

চট্টগ্রামে কাজীর দেউড়ি মোড়ে গত ১৪ জুন ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ করতে পারলেও এবার ঘোষণা দিয়েও একই স্থানে সমাবেশ করতে পারছে না বিএনপি। রোববার (১৬ জুলাই) কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশ হওয়ার কথা ছিল।

পুলিশের অনুমতি না পাওয়ায় কাজীর দেউড়ির পরিবর্তে সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সমাবেশের জন্য আগের মতো দুটি লরি আনা হয়েছে। ওই লরিতে সমাবেশের মঞ্চ বানানো হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

কাজীর দেউড়িতে অনুমতি মেলেনি, নুর আহমেদ সড়কে বিএনপির সমাবেশ

এদিকে, সমাবেশ উপলক্ষে রোববার সকাল থেকে নাসিমন ভবনের সামনে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। মঞ্চের চারিদিকে টানানো হয়েছে বড় বড় ব্যানার। সকাল ১১টার দিকে দেখা যায়, দুটি লরি সড়কের ওপর আড়াআড়ি করে মঞ্চ তৈরি করা হচ্ছে।

কোতোয়ালী থানা বিএনপি নেতা এম এ মান্নান বলেন, কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি না পাওয়ায় আমরা নাসিমন ভবনের সামনে মঞ্চ তৈরি করছি।

কাজীর দেউড়িতে অনুমতি মেলেনি, নুর আহমেদ সড়কে বিএনপির সমাবেশ।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, আমরা কাজীর দেউড়িতে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। কিন্তু পুলিশ কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি দেয়নি। এখন নাসিমন ভবনের সামনের রাস্তায় সমাবেশ হবে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Daily Frontier News