কে এম রায়হান::
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা প্রার্থীসহ ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বিএনপি নেতা জুয়েল মিয়া, আ’লীগ নেতা মখলিছ মিয়া, এ্যাড. খন্দকার মাসুম আহমদ, আল ইসলাহ নেতা মৌলানা আব্দুল বাছিত ও আ’লীগ নেত্রী মহিমা সুলতানা।
জানা যায়, আজ ১০ অক্টোবর মনোনয়ন বাছাইয়ের সময় প্রাথীদের দেওয়া ভোটার তালিকায় ধরা পড়ে বিএনপি নেতা জুয়েল মিয়া’র ৬জন ভোটারের স্বাক্ষর নাই,আ’লীগ নেতা মখলিছ মিয়া’র ২জন ভোটার মিলেনি, এ্যাড. খন্দকার মাসুম আহমদ’র ১জন ভোটারের অসম্মতি, আল ইসলাহ নেতা মৌলানা আব্দুল বাছিত’র ১জন ভোটারের অসম্মতি ও আ’লীগ নেত্রী মহিমা সুলতানা’র ১জন মৃত ভোটার রয়েছেন। এজন্য নির্বাচন অফিস তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করে।উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল বলেন, প্রার্থীদের সমর্থনকারী তালিকায় অসঙ্গতি এবং কারো কারো ভোটাররা অসম্মতি জানালে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিলের রায় নিয়ে আসলে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics