স্টাফ করসপন্ডেন্টঃ-
যে মুহূর্তে নাঙ্গলকোট উপজেলা বিএনপি রাজনীতির মাঠ সরগরম করছেন, ঠিক সেই মুহূর্তে নাঙ্গলকোট উপজেলার আওয়ামী খলিফাদের অন্যতম নেতা উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ও মেয়র আবদুল মালেক বিদেশে বিদেশে অবস্থান করছেন ? এ নিয়ে নানাজনের নানা রকম মন্তব্য শুনা যাচ্ছে । কেউ বলছেন তারা বিএনপির বিক্ষোভ সমাবেশের পূর্বাভাস পেয়ে নিরাপদে থাকতে আগেই বিদেশ পাড়ি দিয়েছেন । আবার অনেকেই বলছেন, বিএনপি থেকে টাকা খেয়ে তাদের সুযোগ দিতে বিদেশে অবস্থান করছেন ।
অপরদিকে অন্য দুই খলিফা অর্থাত্ ভাইস চেয়ারম্যান ইউসুফ ও সাবেক ছাত্র লীগ নেতা রাজ্জাক সুমন বিএনপি’র তৎপরতা দেখে ও নেতা কর্মীদের সাড়া না পেয়ে নীরব হয়ে গেছেন । একাধিক সূত্রে জানা গেছে খলিফাদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়েও মতভেদ রয়েছে । অন্যদিকে গুটি কতেক নেতা ছাড়া আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও নীরব হয়ে গেছে । তারা অভিযোগ করে বলেন, চৌদ্দ বছর দল ক্ষমতায়, ক্ষমতার স্বাদ নিয়েছেন মন্ত্রীর এপিএস রতন আর কথিত খলিফারা ? এখন রাজনৈতিক মোকাবিলা করার দায়িত্বও তাদের । আবার আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাও চুপসে গেছেন । তারা বলেন, বর্তমানে ছাত্র লীগ ও যুবলীগ হলো নাঙ্গলকোটে আওয়ামী লীগের ডিসিশন মেকার সুতরাং সিনিয়র নেতাদের কি প্রয়োজন ? এছাড়া অর্থ মন্ত্রী এই তিনি চার দিয়ে সারা নাঙ্গলকোট চালাচ্ছেন । এখন তাদের দিয়ে রাজনৈতিক মোকাবিলা করাবেন । অনেক নেতা কর্মী বলছেন, গত চার বছর মন্ত্রী মহোদয়ের চেহারা দেখলাম না ।উনি একবারের জন্য এলাকায় আসলেন না, কথিত খলিফাদের ফোন ছাড়া আর কারো ফোন রিসিভ করেন না ? উনার এপিএসও ফোন রিসিভ করেন না । কারো বিপদে পাওয়া যায় না । এ কারণেই সিনিয়র নেতারা চুপসে গেছেন । ফলে বিএনপি এখন মাঠ চষে বেড়াচ্ছেন ।উল্লেখ্য, রাত পোহালেই বিএনপি’র বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশকে সফল করতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা সাবেক এমপি গফুর ভূঁইয়া ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics