স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ২ নং রেলগেটস্ত জেলা আওয়ামী লীগের অফিসের সামনে।স্মরণকালের সর্ব বৃহৎ জন সমুদ্রের মঞ্চে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে বলেন আপনারা খেলতে চান খেলবেন,বলেন কবে খেলবেন আমরা ও খেলতে চাই।ডেট দেন কবে খেলবেন সাড়া বাংলাদেশে ঝামেলা করে লাভ কি। এক জায়গায় খেলি নারায়ণগঞ্জে খেলি। কার কথায় খেলছেন তারেক রহমান সাহেবের কথায় খেলছেন বাবারে বাবা। আমি সম্মানের সাথে প্রশ্ন রাখতে চাই বিএনপি ভাইয়েরা খালেদা জিয়ার জন্য আমারও সত্যি সত্যি মায়া লাগে। আমি নামাজ পড়ে আল্লাকে কসম করে বলছি উনার জন্য আমি দোয়া করেছি। আপনাদের লন্ডন থেকে নির্দেশ আসছে বাংলাদেশে বসে লাফাচ্ছেন। ছাগলের এক বাচ্চা দুধ খায় তিন বাচ্চা লাফায় এ হচ্ছে অবস্থা আপনাদের। লাফান আমার কোন আপত্তি নাই। তবে একটা প্রশ্ন রাখতে চাই এটা বোঝার পরে লাফাইয়েন। খালেদা জিয়া তো অসুস্থ হয়েছেন মধ্যখান দিয়ে কথা উঠলো উনার অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা। যে ভদ্রলোক লন্ডন থেকে বসে হকুম দিচ্ছেন এই ভদ্র মহিলা তো ওনার মা হন মা। ওনার পেটেই তো উনি জন্ম নিয়েছেন। মা এত অসুস্থ এত দুসর্যা অবস্থা খারাপ। কই ছেলে হয়ে তো আসলেন না বাংলাদেশ। কেন আসলেন না বুকের কলিজা নাই,সাহস নাই কিংবা মানসিকভাবে দুর্বল যে আমি খুন করেছি গেলে ফেসে যাব। যাক বাদ দেন আপনি লন্ডনে থাকেন আরামেই থাকেন আমাদের আপত্তি নেই। ম্যাডাম খালেদা জিয়ার ছেলের বউ নিজের বউ উনি তো একজন বড় ডাক্তার উনি তো আসতে পারতেন। উনিও তো আসলেন না, নাতনি আপনিও তো আসলেন না দাদির পক্ষে কেস লড়তে। তাইলে যারা তার কথায় নাচছেন দেশে কিছু বানাচ্ছেন ওখানে মারবেন এখানে মারবেন বাইরে থেকে টাকা আসতেছে।তারা কি একবার বুঝেন যে তার মায়ের জন্য আসে না। যে বউ তার শাশুড়ির জন্য আসে না, যে নাতনি তার দাদির জন্য আসে না, আপনি যখন বিপদে পড়বেন উনি কি আপনার জন্য আসবে। নারায়ণগঞ্জের রাজপথ দখল করতে হবে আরে দেখেন না রাজপথ কার দখলে নারায়ণগঞ্জের রাজপথ শেখ হাসিনার দখলে শনিবার (২৭শে আগস্ট ) বিকেলে নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের অফিসের সামনে বিশাল সমাবেশে শামীম ওসমান এই কথা বলেন। তিনি বলেন মির্জা ফখরুল সাহেবেরা হেসে হেসে বলেন আওয়ামী লীগের কপালে নাকি শনি আছে। কেন? বাংলাদেশ নাকি শ্রীলংকা হবে। আরে বাংলাদেশ দেউলিয়া হলে আপনাদের খুশি হওয়ার তো কোন কারণ নাই। এ বিষয়ে তারাই খুশি হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। যারা ১৫ আগস্টে জাতির পিতা কে তার পরিবারসহ নির্মমতার সাথে হত্যা করেছে। যারা আমাদের প্রধানমন্ত্রী কে ২১বার হত্যা করার চেষ্টা করেছে। তারাই আজ দেশকে দেউলা হিসেবে দেখতে চায়। তিনি আরো বলেন, শেখ হাসিনা আমাদের ভবিষ্যৎ না। আমাদের ভবিষ্যৎ তো ছিল বঙ্গবন্ধু।তাকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ তাকে হত্যা করে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে। সামনে কঠিন সময় আসছে। এখন যে চক্রান্ত হচ্ছে তা শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য না। এই ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই দেশকে অকার্যকর ও ব্যর্থ একটি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত। শামীম ওমান বলেন আপনারা খেলবেন স্বাধীনতার বিরুদ্ধে,আমরা খেলব বাংলাদেশের পক্ষে যে দেশে হিন্দু,মুসলমান, বৌদ্ধ কোন ধর্মের ভেদাভেদ নাই। তিনি বলেন, আমরা টাকার পাহাড়ও দেখেছি। আবার দুই বেলা না খেয়েও দেখেছি। কলেজের বেতন অব্দি দিতে পারি নাই।আমার মেজ ভাই সেলিম সেলিম ওসমানকে ধরে নিয়ে গেলে, বুকের মধ্যে আগুন দিয়ে ৪২টা ছ্যাকা দেয়া হল।১৯৭৫এর ১৫ই আগস্ট আমার বড় ভাই নাসিম ওসমানের বৌভাত ছিল। সেদিন যখন বঙ্গবন্ধু কে হত্যা করা হলো, আমার মা তাঁর সকল গহনা আমার বড় ভাইয়ের হাতে তুলে দিল। আমার বড় ভাই ওই রাতেই বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics