আমার দিন স্বপন কুমিল্লা
####
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে পনের নং ওয়ার্ড অর্থাত্ নাঙ্গলকোট থেকে মেম্বার পদে দ্বিতীয়বারের মত আবু বক্কর ছিদ্দিক আবু মনোনয়ন পেয়েছেন বলে প্রচার করেছেন ।
এ খবরে এলাকাবাসী বলাবলি করতে শুনা যাচ্ছে, তিনি কী পাশ করতে পারবেন ? কারণ, গত পাঁচ বছরে এলাকায় কোনো কাজকর্ম দেখাতে পারেনি । গতবার যে সকল ভোটারগণ ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছেন, তাদের সাথেও ন্যুনতম যোগাযোগ রাখেননি ।
উল্লেখ্য, উক্ত ভোটে এলাকার জনপ্রতিনিধি অর্থাত্ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ভোটার । অনেক ভোটার বলছেন বিকল্প ভাল প্রার্থী না থাকলে তারা ভোটদান থেকে বিরত থাকবেন ।
এছাড়া আবু বক্কর ছিদ্দিক আবু ‘র ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ ? তিনি যে ব্যবসা করেন সেটাও মানুষ ভাল চোখে দেখে না । তাই উনার বিপরীতে যিনিই প্রার্থী হবেন তাঁরই বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে অনেকেই মনোনয়নপত্র নিয়েছেন । শেষতক দেখার অপেক্ষায় ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics