Daily Frontier News
Daily Frontier News

মাধবপুরে বিশ্ব মা দিবস পালিত

 

আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ

 

হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে । মাধবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব।

অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী ,একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভীন,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহানা সুলতানা প্রমুখ।

সভার বক্তারা বলেন মায়ের বিশালত্ব কোনো কিছু দিয়েই পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তবে এই ছোট্ট শব্দটির মধ্যে যে আবেগ আর আত্মার সম্পর্ক লুকিয়ে আছে, খ্যাতিমান কবি কাজী কাদের নেওয়াজ তার ‘মা’ কবিতায় কিছুটা হলেও তুলে ধরতে সক্ষম হয়েছেন।

বক্তারা ধর্মীয় ,সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে মায়ের ভুমিকা ও সম্মান নিয়ে বিশদ আলোচনা করেন।

Daily Frontier News