মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের একজন প্রখ্যাত পীর খন্দকার মোখলেছুর রহমাানের সর্ব কনিষ্ঠ সন্তান খন্দকার মাহবুবুর রহমান হিমেল।হিমেলের শিক্ষা জীবন শুরু দাঁতমন্ডল এরফানিয়া আলীয়া মাদ্রাসা থেকে।তারপর পর্যায়ক্রমে কলেজ ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সহ মাষ্টার্স করেন হিমেল। পরে ফিরে আসেন নিজ জন্মভূমি নাসিরনগরে।চাকুরী নেন ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজী শিক্ষক হিসেবে।চাকুরীর সাথে সাথে স্বভাবজাত কবি খন্দকার হিমেল ধীরে ধীরে জড়িয়ে পরেন নাসিরনগরের নাট্য ও সংস্কৃতি অঙ্গনে।তার নিজের প্রচেষ্টা গড়ে তোলেন চেতনা নাট্য সংসদ।কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৯৭১ নাটক সহ বেশ কয়েকটি নাটকের সফল মঞ্চনাটক মঞ্চস্থ করে সংস্কৃতি অঙ্গনে সকলের প্রিয় মুখ হয়ে উঠেন হিমেল।
স্কুলের শিক্ষকতা ছেড়ে চাকুরী নেন নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ে(বর্তমানে সরকারি কলেজ)। কিছুদিনের মধ্যেই সেখানেও একজন শিক্ষাদূত হিসেবে ব্যাপক প্রসংশিত হয়ে পড়েন।কিন্তু সেখানেও মর বসেনি হিমেলের। চাকরি ছেড়ে পাড়ি জমান রাজধানী ঢাকায়।
শুরু করেন আরো বড় পরিসরে নাট্য ও সংস্কৃতি জগতে নতুন ইনিংসের ।নির্মাণ করেন আন্তর্জাতিক পৃষ্টপোষকতায় বহুল আলোচিত শর্ট ফিল্ম “মা”। মা,,নির্মাণের পাশাপাশি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন তিনি। এর মধ্যে কষ্টিপাথর, পাপ্পারাজি অন্যতম।
২০০৮ সালে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সেলিম আলাদীনের রচনায় খন্দকারর হিমেলের নির্দেশনায় টিভি নাটক “বিচূর্ণ বিশ্বাস,২০০৮ সালে খন্দকার হিমেলের রচনায় ও পরিচালনায় আধ খোলা খিড়কি অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।পরবর্তীতে অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদের পরিচালনায় “ফাগুন হাওয়ায়” সিনেমার কো অর্ডিনেটর হিসবেে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ শুক্রবার (২৩ সেপ্টেম্বর ২২) বছরের অন্যতম আলোচিত মাহমুদ দিদারের, বিউটি সার্কাস” মুভির সহযোগী পরিচালক হিসেবে নাম লেখালেন খন্দকার মাহবুবুর রহমান হিমেল।
খন্দকার হিমেল জানান, সিনেমা নির্মাণ আমার ধ্যান, সিনেমা নির্মাণ আমার জ্ঞান। সিনেমার মাঝে জীবনের গল্প বলে যেতে চাই।
বিউটি সার্কাস সিনেমার ওপেনিং সম্পর্কে সিনেমার সহযোগী পরিচালক খন্দকার হিমেল বলেন, এটা আমাদের স্বপ্নের সিনেমা, প্রত্যাশা অনেক বেশী।প্রথমদিনে মাল্টিপ্লেক্স থিয়েটারে হাউজফুল যাচ্ছে। ছবিটি দর্শক মহলে সমাদৃত হবে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics