নিজস্ব প্রতিবেদক,
শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া।
মুসলিম আলী শামসুন নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন এবং মুসলিম আলী স্মৃতি পাঠাগার এর যৌথ উদ্যোগে ‘নাট্য ও সংস্কৃতি সন্ধ্যায় গতকাল রাতে মৌকরন বি এল পি ডিগ্রি কলেজ মাঠে মঞ্চস্হ হয় ‘শরতের মেঘ’। এতে অভিনয় করেন ঢাকা শিল্পকলা একাডেমি’র চারুনীড়ম থিয়েটারের অভিনেতারা। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করে পটুয়াখালী জেলার কৃতি সন্তান বিটিভি,বিজয় টিভি চ্যানেল আই’র সঙ্গীত শিল্পী বনি আমিন ও তার ব্যান্ড দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক জনাব ডঃ মোস্তফা মাহমুদ। আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য সাবেক অতিরিক্ত সচিব জনাব মীনা পারভীন সাবেক দায়রা জজ জনাব আঃ রব হাওলাদার। বাংলাদেশ যুব ইউনিয়ন এর প্রেসিডিয়াম সদস্য জনাব এম. এ.হাই আখন্দ। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলীপ। দক্ষিণের কবিয়ালের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মানিক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড.ফরিদ আহমেদ আবির প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics