তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাঙ্গালীর ঐতিহ্য বাহী বাংলা নববর্ষ ১৪৩০।
শুক্রবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন হতে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নীলফামারীর ডিসি গার্ডেন এসে শেষ হয়। পরে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ও পবিত্র মাহে রমজানেরর পবিত্রতা বজায় রেখে ডিসি গার্ডেনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নীলফামারীর সম্মানিত জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান পিপিএম , ডাক্তার শতরুপা ঘোষ (সভাপতি লেডিস ক্লাব নীলফামারী,) জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী ( সভানেত্রী পুনাক নীলফামারী), জনাব মোস্তফা মঞ্জুর পিপিএম( অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল) , জনাব জেসমিন নাহার ( উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী) , জনাব জয়ন্ত কুমার সেন ( সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ) নীলফামারী, জনাব শাহিদ মাহমুদ ( চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী) , বীরমুক্তি যোদ্ধা জনাব কান্তি ভূষণ কুন্ডু, ( সাবেক ডেপুটি কমান্ডার, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সহ জেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ জেলার সর্বস্তরের জনগন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics