Daily Frontier News
Daily Frontier News

নাঃগঞ্জে মঞ্চস্হ হলো স্বাধীন জাতির স্বাধীন পিতা

বিশেষ প্রতিনিধ

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের উদ্যোগে ঈদ পুনমিলনী,লেখক মিলন মেলা ও পাঠ উন্মোচন আনুষ্ঠানিক হয়। আলোচনা শেষে জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা রচিত মীর বরকত এর দিক নির্দেশনায় ও উদ্ভাসন এর প্রযোজনায় মঞ্চাস্হ হয় স্বাধীন জাতির স্বাধীন পিতা।
১২ মে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহ্বায়ক কবি কাজী আনিসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, উদ্বোধক উপাধ্যক্ষ ড. রুমন রেজা, পাঠ উন্মোচন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, প্রধান আলোচক কবি ও নাট্যজন ফরিদ আহমদ দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুজিবুল হক কবীর, কবি ও গবেষক মজিদ মাহমুদ, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, প্রাবন্ধিক তারাপদ আচার্য্য, কবি শাহেদ কায়েস, শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন শেখ সাফায়ত আলম সানি,স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক কবি শফিকুল ইসলাম আরজু।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মাকছুদা ইয়াসমিন। অনুষ্ঠানে পুথিপাঠ করে কবি জালাল খান ইউসুফী।
এছাড়াও অনান্য মধ্যে উপস্থিত ছিলেন কবি ইউসুফ রেজা, কবি করীম রেজা, কবি রণজিৎ মোদক, কবি দীপক ভৌমিক, কবি ইয়াদী মাহমুদ, সাংবাদিক আবুল হোসেন, কবি মালেক মাহমুদ, কবি আবুল কাশেম, কবি মিজানুর রহমান সজীব, কবি গৌতম সাহা, সম্পাদক ইমদাদুল হক মিলন, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি তাসলিমা আক্তার পারভিন, কবি সুমন সরকার, লিজা কামরুন্নাহার, সাদ্দাম হোসেন, আল-আজাহার, সালাউদ্দিন আমির, জহিরুল ইসলাম বিদুৎ, শফিকুল ইসলাম, রিয়া আহম্মেদ, উম্মে তাহেরা আঁখি, শেখ হাবিবুর রহমান, এম সামাদ মতিন, জাহাঙ্গীর হোসেন, শামীমা রহমান কলি প্রমুখ।
আলোচনা শেষে মুহাম্মদ নূরুল হুদা রচিত স্বাধীন জাতির স্বাধীন পিতা কাব্য নাট্যটি উপস্থিত সকলেই মনোমুগ্ধ ভাবে উপভোগ করেন।

Daily Frontier News