আল আমিন সরদার তালা উপজেলা প্রতিনিধিঃ-
একসময়ের জামায়ত ক্যাডার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারী ও বহু বিয়ের হোতা ওহিদুজ্জামান বাবুল(৩৭) বেরসিক জনতার হাতে ধরা খেয়ে তৃতীয় বারের মত বিয়ের পিড়িতে বসেছে। বর্তমানে তার স্ত্রী ও পরিবারে লোকজন নববধূকে বিদায় করতে লাখ টাকার দেনদরবারে মেতেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামে। বাবুল এনায়েতপুর গ্রামের মালেক গাজীর ছেলে,নববধূ মনিরা খাতুন (২৪) দুধলী গ্রামের বাসিন্দা। সরজমিনে গেলে নাম না জানানোর শর্তে স্থানীয় বাসিন্দারা জানায়, বাবুল ছেলে বেলা থেকে লম্পট প্রকৃতির ছিল এ কারনে সে স্কুলের গন্ডি পার হতে পারেনি। ১৬বছর আগে সে নগরঘাটা ইউনিয়নে প্রথম বিয়ে করে। সংসারে বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় তাকে তালাক দিয়ে পুনরায় এনায়েতপুর গ্রামের মোজামগাজীর মেয়েকে বিয়ে করে। বর্তমানে দ্বিতীয় স্ত্রীর ঘরে এক মেয়ে এক ছেলে রয়েছে। বছর খানেক আগে তার মেয়েকে বিয়ে দেন বাবুল। কিছুদিন ধরে দুধলী গ্রামে মনিরা নামে এক মেয়ের ঘরে অবাদে যাতায়াত করত বাবুল। স্থানীয় জনতার বিষয় সন্দেহ হলে রাতে আটক করে। পরবর্তীতে বিয়ে করে সেখান থেকে মাপ পায় বলে জানান তারা । এছাড়া বাবুলের সাথে এলাকার সহ বিভিন্ন পতিতা নারীদের সাথে গভীর সখত্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সুত্র। সুত্রটি আরো জানায়, বাবুল ২০১৩-১৪সালে বাজারে টায়ার জালিয়ে বিক্ষোভ করত। এছাড়া সে নিয়মিত জামায়াত ইসলামের ফান্ডে প্রচুর পরিমানে অর্থ দিয়ে আসছে । বর্তমানে সে গায়ে জাতীয় পাটির তকমা লাগিয়ে তার অপকর্ম আড়াল করতে চাইছে। বিষয়টি নিয়ে নববধূ মনিরা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, আমি দরিদ্র মানুষ কয়েকমাস আগে বাবুলের সাথে আমার পরিচয় হয়।সে সুত্র ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । কিছুদিন আগে সে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে আমায় বিয়ে করে। অতপর এলাকার লোকেজন ঝামেলা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে আমরা সুখী দম্পতি। তবে লোক মুখে শুনেছি তার দ্বিতীয় স্ত্রী পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমাকে ছাড়িয়ে দিতে চাইছে। তবে আমি আমার স্বামীকে কোটি টাকার বিনিময়ে ছাড়তে রাজি না ।
এ বিষয়ে অভিযুক্ত ওহিদুজ্জামান বাবুলের সাথে কথা বললে তিনি জানান, আমি বিয়ে করেছি কোন অন্যায় করেনি আপনারা পারলে নিউজ করে দেন। জামায়াতের অর্থদাতার বিষয়টি এড়িয়ে বলেন আমি বর্তমানে জাতীয় পাটি করি যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসেনা ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics