Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ার ভদ্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত।

 

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।

 

খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীতে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১টায় শুরু হয়ে নৌকা বাইচ চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

এসময় প্রতিযোগীতা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আটলিয়া ইউনিয়নের সদরের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী।

সভায় প্রধান অতিথি ছিলেন, চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, বিএম হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির নেতা শেখ মুজিবুর রহমানসহ আরোও অনেকে।

প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন, মুস্তাফিজুর রহমান টিটুর নৌকা কয়রার রিয়া । ২য় স্হান অধিকার করেন সফিকুল ইসলামের নৌকা তালার কপোতক্ষ।
পুরস্কার বিতরণ করেন এ বি এম শফিকুল ইসলাম,

প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হয় ২০ সেপ্টি একটি। ২য় পুরস্কার হিসাবে দেওয়া হয় ৩২ ইন্চি টেলিভিশন।
প্রোতেকে প্রতিযোগীদের দেওয়া হয় শান্তনা পুরস্কার হিসাবে ১৪ ইন্চি টেলিভিশন।

Daily Frontier News