বুলবুল আহমেদ, চলচিত্র প্রতিবেদকঃ-
জাতীয় চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত সারা জাগানো সময়ের তরুণ কণ্ঠশিল্পী ফারদিন। তিনি গানের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করছেন। কিন্তু সকলেই তাকে সংগীতশিল্পী হিসেবে ছিনেন। কিন্তু এবার তাকে দেখা যাবে কলকাতার সিনামায়। গানের পাশাপাশি বর্তমানে অভিনয়েও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ফারদিন। গত ঈদে চ্যানেল আইয়ের প্রচারিত কাফফারা নাটক বেশ জনপ্রিয়তা পায়। ফারদিন নাটকের পাশাপাশি তামিল ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে তিনি নতুন করে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সিনেমায়। এ সিনামাটি পরিচালনা করছেন তুলসী লাহিড়ী।
কলকাতার জনপ্রিয় ডিজে প্রোডাকশনের ব্যানারে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটির শুটিং।
এ ব্যাপারে ফারদিন এর সাথে কথা হলে তিনি বলেন, এই ছবিতে আমি বোবা খলনায়কের চরিত্রে অভিনয় করবো। এই ছবি নির্মান কাজের জন্য আমি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছি। এছাড়াও ছবিতে আমার নিজের গাওয়া একটি গানও থাকবে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics