চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে ঝরা সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ
১৬ই এপ্রিল রবিবার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের ঝরা সম্প্রদায় উন্নয়ন পরিষদের সভাপতি সুবাস ঝরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকেশ্বর ঝরার পরিচালনায় পহেলা বৈশাখ উপলক্ষে ঝরা সম্প্রদায় এর বার্ষিক সাংস্কৃতিক ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান প্রথমে পবিত্র গিতা পাঠের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানের ঝরা সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন।
প্রভির ঝরা,ভল্টু ঝরা, আহম্মদাবাদ ইউনিয়নের মহিলা সদস্য রিয়া ঝরা,
অনিল ঝরা – সুনিল ঝরা,ওপেন ঝরা,রুপচান্দ ঝরা,সনজিত ঝরা,সুরোন ঝরা-গোপাল ঝরা-
আকাশ ঝরা,বিশাল ঝরা সহ আরো অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠানে।
বক্তাগন বলেন বাংলাদেশ ঝরা সম্প্রদায়কে সরকার যেন ক্ষুদ্রনীগোষ্ঠীর তালিকায় হিসেবে অন্তর্ভুক্ত করে।
এসময় সরকারি সকল সহযোগিতা পাওয়ার দাবি জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics