Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার লাইব্রেরীয়ান মাসুমা নাজনীনের বিদায় সংবর্ধনা

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

“যেতে নাহি দিব হায়,তবু চলে যেতে হয়”

আজ বিকেল ৩ ঘটিকায় মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্র মানিকগঞ্জের পাঠচক্রের আয়োজনে
অত্র প্রতিষ্ঠানের প্রধান লাইব্রেরিয়ান মাসুমা নাজনীন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত অনুষ্ঠানের প্রথমেই পাঠচক্রের সদস্যরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।তারপর সংগঠনের সভাপতি কমরেড ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও পাঠক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব পালের গোদা মাস্টার শাহাদাত হোসেন সাইজী। বিদায়ী আলোচনায় আরো অংশগ্রহণ করেন এ্যাডভোকেট কামরুল হাসান লিটন, সহকারী লাইব্রেরিয়ান হালিমা মুন্নী, শ্রী সুব্রত মাস্টার, পাঠক ফিরোজা শিকদার প্রমুখ।
আলোচনায় জনাব মাসুমা নাজনীন এর দীর্ঘ ১৫ বছর মানিকগঞ্জের কর্ম জীবনের অর্জনগুলো তুলে ধরেন। উল্লেখ্য যে- তিনি ২০০৭ সালে মানিকগঞ্জে যোগদান করে অসংখ্য পাঠক ও লেখক সৃষ্টির কাজে সহায়ক হিসেবে নিরলসভাবে কাজ করেন। বেউথায় লাইব্রেরির নতুন ভবন নির্মাণে তার কঠোর পরিশ্রম আমরা মনে রাখব। সহকারী পরিচালক হয়ে ঢাকা কেন্দ্রীয় গণগ্রন্থাগারে তার পদায়নে আমরা খুবই খুশি এবং তার ভবিষ্যত জীবনের পথচলা আরও অসাম্প্রদায়িক ও প্রগতিময় হোক।

Daily Frontier News