Daily Frontier News
Daily Frontier News

বুড়িচং প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন কাইয়ূম খান

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত হাজী ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাইয়ুম খান।
প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ কাইয়ুম খান যোগদান কালে উপস্থিত ছিলেন হাজী ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ তজু মিয়া ডিলার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাসান, মোঃ শাহ আলম, মোঃ নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও এলাকার সকল সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রধান শিক্ষক মোহাম্মদ কাইয়ুম খান বলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখতে , মান সম্মত শিক্ষা সঠিক ভাবে পরিচালিত করতে সকল অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করছেন। এছাড়া তিনি আরও জানান শিক্ষাঙ্গনে কোন ধরনের ইভটিজিং চলবেেনা। শিক্ষাঙ্গনের পরিবেশে ইভটিজিং মুক্ত রাখতে হলে এলাকার সর্বস্তরের জনগণ এবিষয়ে এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করলে কাঙ্ক্ষিত পরিবেশ ফিরে পাওয়া যাবে।

Daily Frontier News