নরসিংদী থেকে বাবুল
রবিবার (২৫ সেপ্টেম্বর, ২০২২খ্রিঃ) নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নরসিংদীর বদলীজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সংবর্ধনা অনুষ্ঠানে সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নরসিংদীকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন থানা, ফাঁড়ীর ইনচার্জ’গণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics