রবিউল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।
শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু উপজেলার নানা কর্মকাণ্ড সততা ও দক্ষতার সাথে পরিচালনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। করোনা কালীন সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন লেবু। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করার পাশাপাশি মাদক নির্মূলে উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। অসহায়, নির্যাতিত মানুষের পাশে থাকেন সব সময়।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু সাংবাদিককে বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দের। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কাজ করার প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি করে। মনোবল চাঙ্গা হয় এবং পরবর্তীতে কাজ করার মনোবল বেড়ে যায়। আমি জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর।
উপজেলা চেয়ারম্যানের এ অর্জনে নালিতাবাড়ীর বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক সমিতি, ব্যবসায়ী, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics