(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)
খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন , মোস্তফা রশিদী সুজা ছিলেন যেন এক রাজনীতির পরশ পাথর।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তিনি কোনদিন আদর্শের সাথে আপোষ করেননি। জেল-জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তিনি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রসেনানীর ভূমিকা পালন করে গেছেন। তার সংস্পর্শে হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করেছে। তিন ছিলেন কিংবদন্তী তুল্য নেতা, ক্ষণজন্মা নেতা, তিনি খুলনার রাজনীতি, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্বের যে স্বাক্ষর রেখে গেছেন তার মাধ্যমে তিনি অনন্তকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন।
২৭ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় খুলনা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মাস্টার কফিল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফরজ আলী,প্রচার সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামিলীগ নেতা, কবি শাসছুর রহমান,সমরেশ বাবু,অবনিষ রায়,ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুস ছামাদ গাজী, এস এম জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলম, বাবু দেব দাষ, নির্মল চন্দ্র দাষ, গনেশ চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিব,আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম মোস্তফা রশিদী সুজার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাঃ ফজর আলী।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics